স্পোর্টস ডেস্ক:
ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়ার অপেক্ষায় আছেন ইংলিশ ব্যাটসম্যান অলিভার পোপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ৯১ রান নিয়ে স্বাগতিকদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন তিনি।
পোপের সঙ্গী হিসেবে উইকেটে আছেন জন বাটলার। তিনি অপরাজিত ৫৬ রানে। আর ইংল্যান্ড দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে।
টস হেরে আমন্ত্রিত হয়ে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ওভারেই শূণ্য রানে আউট হন ডম সিবলি। এরপর অধিনায়ক জো রুট ১৭ ও বেন স্টোকস সাজঘরে ফেরেন ২০ রান করে।
ররি বার্নস মাঝে করেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি। ৫৭ করে আউট হন তিনি। চতুর্থ উইকেটে ১৩৬ রান তুলে অপরাজিত আছেন পোপ ও বাটলার। ৯১ রান করে পোপ অপেক্ষায় আছেন ক্যারিয়ারের চতুর্থ শতকের। আর সমারসেটের জস বাটলার ক্যারিয়ারের ১৬তম ফিফটি করে অপরাজিত আছেন ৫৬ রানে।
ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ দুই ও রোস্টন চেজ নিয়েছেন এখন পর্যন্ত নিয়েছেন একটি উইকেট।
সান নিউজ