স্পোর্টস ডেস্ক : ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সাথে প্রতিযোগিতা দিয়ে রান করে যাচ্ছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটার লিটন কুমার দাস। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দেড় হাজারের অধিক রান করেছেন তিনি।
আরও পড়ুন : আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত
বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশী তারকা ব্যাটার লিটন দাস।
পাকিস্তানের তারকা ওপেনার অধিনায়ক বাবর আজম চলতি বছরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৫ ইনিংসে ৬টি শতক এবং ১২টি অর্ধশতকের সাহায্যে ৬০.৬৭ গড়ে ১৮৮১ রান করেছেন।
আরও পড়ুন : লড়াই করে হারলো বাংলাদেশ
রান সংগ্রহে এ তালিকায় বাবর আজমের ঠিক পরেই রয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। চলতি বছরে এ পর্যন্ত ৩৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি এবং ১০টি ফিফটির সাহায্যে ৪৩.০৫ গড়ে ১৫০৭ রান তুলেছেন।
প্রসঙ্গত, বুধবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের করা ২০৮/৫ রানের পাহাড় তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সমর্থ হয় সাকিব বাহিনী।
আরও পড়ুন : এই বিশ্বকাপ হবে মেসির শেষ বিশ্বকাপ
এ সময় দলের হয়ে ৪৪ বলে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া ১৬ ও ১৭ বলে ২৩ রান করে করেন লিটন দাস ও সৌম্য সরকার। সফরকারীদের বিপক্ষে ৪৮ রানে বিশাল জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড।
সান নিউজ/এইচএন