বুধবার, ৯ এপ্রিল ২০২৫
খেলা প্রকাশিত ১২ অক্টোবর ২০২২ ০৩:৫১
সর্বশেষ আপডেট ১২ অক্টোবর ২০২২ ০৩:৫৯

ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডকে। তবে তার এই সিদ্ধান্ত যে মোটেও ঠিক ছিল না, স্বাগতিকরা যেন প্রমাণ করে চলেছে সেটাই।

আরও পড়ুন : প্রাণহানির শীর্ষে রাশিয়া

আজ বুধবার (১২ অক্টোবর) বাঁচামরার লড়াই বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় না পেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

ইনিংসের শুরু থেকে চড়াও হয়েছিল বাংলাদেশের ওপর। পঞ্চম ওভারে শরিফুল ইসলাম ফিন অ্যালেনকে বিদায় করলেও পাওয়ারপ্লেতে দলটি তুলে ফেলে ৫৪ রান। নিউজিল্যান্ডের বড় রানের সোপানটা গড়া হয়ে যায় তখনই।

বাংলাদেশি বোলাররা একদমই ভালো করতে পারছেন না। ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ১১ ওভারেই তারা পার করে ফেলেছে ১০০ রান।

মারমুখী ব্যাটিং করা অ্যালেনকে অবশেষে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। টাইগার পেসারকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে ইয়াসির রাব্বির দুর্দান্ত ক্যাচ হয়েছেন কিউই ওপেনার (১৯ বলে ৩ চার, ২ ছক্কায় ৩২)। তবে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান তোলে নিউজিল্যান্ড।

এরপর ঝড় তোলেন কনওয়ে, ৩০ বলে ফিফটি তুলে নেন কিউই ওপেনার। গাপটিলের সঙ্গে ৬৪ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন তিনি। নিউজিল্যান্ডের সংগ্রহ বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল রানের সংগ্রহটা এরপর নিশ্চিত করেন গ্লেন ফিলিপস। ২৪ বলে তিনি খেলেন ৬০ রানের ইনিংস। তাতেই নিউজিল্যান্ড ২০ ওভার শেষে তুলে ফেলে ২০৮ রান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

বিরলে রাস্তা নির্মাণ নিয়ে দন্দ্ব

দিনাজপুর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর মৌজার সরকারপাড়ায় একটি...

পাঁচবিবিতে দূর্ঘটনা রোধে সড়কের পাশে গর্ত খনন

পাকা সড়কের একই স্থানে একাধিকবার যানবাহন দুর্ঘটনায় বাসাবাড়ি ও দোকানের ভিতর ঢুক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা