সান নিউজ ডেস্ক:
ফুটবলের ছোট্ট জাদুকর লিওনেল মেসির রেকর্ডর নিয়ে বোধহয় আর মাথা ব্যাথা নেই। তিনি গোল করলেই যেন নতুন নতুন রেকর্ডের খবর পাওয়া যায়। এভাবে একের পর এক স্কোর করে প্রতি মৌসুমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই ‘আর্জেন্টাইন ফুটবল জাদুকর’।
জীবনের ৩২তম বসন্তে এসে যখন অনেকে নিজের ক্যারিয়্যারের শেষ দেখতে শুরু করেন। এমন সময় ৬ষ্ঠ ব্যালন ডি’অর ঘরে তুলেছেন মেসি। গত এক বছরে ৫০ ম্যাচে ৫১ গোল করে ইউরোপের শীর্ষ গোলদাতা হয়ে বসে আছেন তিনি।
সর্বশেষ গ্রানাদার বিপক্ষে গোলের দেখা পেয়েছেন মেসি। আর তাতেই অসাধারণ এক রেকর্ড গড়ে ফেলেছেন। এই নিয়ে কাতালান জায়ান্টদের জার্সিতে সর্বশেষ ৫০০ ম্যাচে ঠিক ৫০০টি গোল করেছেন তিনি।
শুধু গোলের হিসাবে যদি খুশি না হন, তাহলে অন্যান্য হিসাবও তৈরি। একই সময়ে ২০০টি অ্যাসিস্ট এসেছে মেসির পা থেকে। আর তার এই সাফল্যের পথে ৩৫৮ ম্যাচে জিতেছে বার্সা। বাকি ৮৯ ম্যাচ ড্র আর ৫৩টিতে হার।
প্রতি ম্যাচে গড়ে ১ গোল মানে অবিশ্বাস্য কিছু। ইতিহাসে এমন কীর্তির দেখা পাওয়াদের অল্প কয়েকজনের তালিকায় মেসিই সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।