স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়েছিল সাত ম্যাচ আগে। তবে সেই শিরোপা লিভারপুল হাতে পেলো চেলসির বিপক্ষে দারুণ এক জয়ের পর। বুধবার রাতে লিভারপুল-চেলসি ম্যাচে অল রেডরা জেতে ৫-৩ গোলে।
ম্যাচের প্রথমার্ধে লিভারপুল এগিয়ে ছিল ৩-১ ব্যবধানে। যেখানে অল রেডদের হয়ে গোল করেছিলেন কেইতা, আলেক্সান্ডার আলনল্ড ও উইনালডাম। আর চেলসির একটি গোল করেছিলেন অলিভার জিরুড।
দ্বিতীয়ার্ধে লিভারপুলের বাকি দুটি গোল করেন ফিরমিনো ও চেম্বারলেইন। আর চেলসির গোলদুটি করেন ট্যামি আব্রাহাম ও ক্রিশ্চিয়ান পুলিসিচ।
ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের সম্ভাবনাটা নষ্ট হলো চেলসির। লিগের শেষ ম্যাচের পরই বুঝা যাবে চেলসির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ভাগ্য।
অন্যদিকে ৩৭ ম্যাচে এখন ৯৬ পয়েন্ট লিভারপুলের। এক মৌসুমের সবচেয়ে বেশি এবারই ৩১ ম্যাচে জিতেছে অল রেডরা, ড্র এবং হার ৩টি করে ম্যাচে।
নিষেধের পরও ম্যাচের আগে থেকেই অ্যনফিল্ডের আশেপাশে ভিড় করতে থাকেন লিভারপুল সমর্থকরা। দলের জয়ের পর মেতে উঠেন তারা উচ্ছ্বাসে।
সান নিউজ