ক্রীড়া ডেস্ক:
এবার ক্রিকেট কোচ হতে চলেছেন বিশ্ব ক্রিকেটের লিটল মাস্টার খ্যাত সচীন তেন্ডুলকার।
অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি চ্যারিটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। আর তাতে রিকি পন্টিংয়ের দলের কোচের দায়িত্বে দেখা যাবে এই মাস্টার ব্লাস্টারকে।
এরই মেধ্যে বিগ ব্যাশ ফাইনালের আগে বুশফায়ার ক্রিকেট ব্যাশ নামক এই অল-স্টার প্রদর্শনী ম্যাচে রিকি পন্টিংয়ের দলের কোচ নিযুক্ত হন তিনি৷ প্রতিপক্ষ শেন ওয়ার্নের দলকে কোচিং করাবেন ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালস৷
খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও এর আগে তাকে সরাসরি কোনো দলের ক্রিকেট কোচিংয়ে দেখা যায়নি।
পন্টিং ও ওয়ার্নার ছাড়াও এই চ্যারিটি ম্যাচে অংশ নেবেন জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, মাইকেল ক্লার্কের মতো তারকারা৷ তবে ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি৷
৩১ জানুয়ারি বিগ ব্যাশের কোয়ালিফায়ার ম্যাচের পর কারা ফাইনালে ওঠে, তা দেখার পরেই ঠিক করা হবে ম্যাচের ভেন্যু। তবে বলা হচ্ছে বিগ ব্যশ ফাইনাল যেখানে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচের ঠিক আগে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই চ্যারিটি ম্যাচ ৷
এর আগে সচীন তেন্ডুলকার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে মাঠে উপস্থিত থাকলেও কোচিং স্টাফ হিসেবে কখনও তাকে মাঠে দেখা যায়নি৷
ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞের চেয়ারে মাঝে মধ্যে দেখা যায় তাঁকে৷ এছাড়া তিনি বিসিসিআই এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্যের দায়িত্বও পালন করছেন৷
অবশেষে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়োজনে চ্যারিটি ম্যাচে রিকি পন্টিংয়ের দলের কোচ হিসাবে মাঠে দেখা যাবে এই লিটল মাস্টারকে৷
সান নিউজ/সালি