স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান। আসরের প্রথম ম্যাচেও এই দুই দলের দেখা হয়েছিল, তখন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। এই যাত্রায় টস জিতে আফগানদের সেই সিদ্ধান্তের অনুকরণ করল শ্রীলঙ্কা।
আরও পড়ুন: চা শ্রমিকদের ঘর দেবেন প্রধানমন্ত্রী
আফগানদের কাছে দুঃস্বপ্নের হারে এশিয়া কাপে সম্ভাব্য সবচেয়ে বাজে শুরুটাই পেয়েছিল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটিকে নাকানি-চুবানি খাইয়ে আসরের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারিয়েছিলেন মোহাম্মদ নবিরা। টস হেরে আগে ব্যাটিং করা শ্রীলঙ্কার ১০৬ রানের মামুলি লক্ষ্য আফগানরা পেরিয়ে গিয়েছিল ৫৯ বল হাতে রেখে।
সুপার ফোরের প্রথম ম্যাচটি লঙ্কানদের জন্য তাই প্রতিশোধেরও। আফগানদের বিপক্ষে সেই লজ্জার হারের শোধ তোলার ম্যাচে টস জিতে তাদের শুরুটা ভালোই হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন
রান তাড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করার কারণেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। টস ভাগ্য পক্ষে আসলে আফগান অধিনায়ক নবিও রান তাড়া করতেন বলেই উল্লেখ করেন, 'হ্যাঁ,আমরাও আগে বোলিং করতাম, তবে এখন আমরা ব্যাট হাতে একটা ভালো স্কোর দাঁড় করাতে চাই।'
শ্রীলঙ্কা একাদশপাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা
আফগানিস্তান একাদশহজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি
সান নিউজ/এমআর