ক্রীড়া প্রতিবেদক:
অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তিন ভেন্যুতে আটজন ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন।
ঢাকায় অনুশীলন করেছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও পেসার শফিউল ইসলাম।
সকালে সবার আগে অনুশীলন আসেন মুশফিকুর রহিম। নির্ধারিত সময়ের আগেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে রানিং করেন তিনি। এরপর ইনডোরে ব্যাটিং প্র্যাাকটিসও করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
মাঝে মুশফিক যখন মূল মাঠে রানিংয়ে ব্যস্ত তখন ইনডোরে ব্যাটিং করেছেন মোহাম্মদ মিঠুন।
পেসার শফিউল মিরপুরে আসেন সবার পরে। সকাল ১১টার পর মূল মাঠে রানিং করেন তিনি। প্রায় ৪ মাস পর মাঠের অনুীশলন করে বেশ ক্লান্ত ছিলেন ক্রিকেটাররা।
অনুশীলন শেষে মিঠুন বলেন, “দীর্ঘ চার মাস পরে আজ মাঠে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। ব্যাটিং, রানিং সবকিছুই একটু কঠিন মনে হচ্ছে। কারণ এতোদিন আমরা সবকিছুই ইনডোরে করেছি। এখন বাইরে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি ডে বাই ডে আমরা সবকিছুই আগের মতোই ফিরে পাবো”।
ঢাকার বাইরে সিলেটে অনুশীলন করেছেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ।
খুলনায় অনুীশলনে নেমেছেন দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান। তবে বৃষ্টির কারণে চট্টগ্রামে অনুশীলন করতে পারেননি নাঈম হাসান।
সান নিউজ