স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ উইকেটে ১২৭ রান। কুড়ি ওভারের খেলায় ৪৪ বলে রানই করতে পারেনি টাইগার ব্যাটাররা।
আরও পড়ুন: কমছে বাস ভাড়া!
শারজায় টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মুজিব উর রহমানের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাঈম শেখ (৬)। দ্বিতীয় ওভার করতে এসেও সেই শেষ বলে উইকেট নেন এই স্পিনার। আনামুল হক বিজয়কে (৫) ফেরান এলবিডব্লুর ফাঁদে ফেলে।
সাকিব আল হাসান নাভিন উল হককে পরপর দুটি চার মেরে ভালো কিছুর আভাস দিলেও বাধা হয়ে দাঁড়ান মুজিব। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ১১ (৯) রানে বোল্ড করেন সাকিবকে।
আরও পড়ুন: ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার
রশিদ খান তার প্রথম ওভার করতে এসেই তুলে নেন মুশফিকুর রহিমের উইকেট। ১ রান করা মুশফিককে এলবিডব্লু করেন এই লেগ স্পিনার।
হালের হার্ড হিটার খ্যাতি পাওয়া আফিফ হোসেনকেও (১২) এলবিডব্লু করে ফেরান রশিদ। ৫৩ রানে ৫ উইকেটে হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সকল মানুষের সম্পত্তি
দুজনের জুট থেকে ৩৬ রান। লম্বা সময় অফ-ফর্মে থাকা মাহমুদউল্লাহ আজও রানের থেকে বেশি বল খেলেছেন। রশিদের বলে ক্যাচ দেয়ার আগে ২৭ বলে করেন ২৫ রান। এক ঝাঁক ব্যর্থ ব্যাটারের মাঝে আলো ছড়িয়েছেন কেবল মোসাদ্দেক হোসেন।
সান নিউজ/এমআর