সান নিউজ ডেস্ক: মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা
গ্রুপ 'বি'তে নিজেদের প্রথম ম্যাচেই উড়ন্ত আফগানদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণ প্রতাপে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছেন রশিদ খানরা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগে ব্যাট করে স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে চান। পরে ব্যাট করে যেটা চেস করা আফগানিস্তানের জন্য কঠিন হবে।
মোহাম্মদ নবীও মনে করছেন, পিচ কিছুটা স্লো। তিনি বাংলাদেশকে অল্পরানে আটকে রাখার ব্যাপারে আশাবাদী।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মো. সাইফ উদ্দিন, মো. নাঈম শেখ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের এটি প্রথম ম্যাচ।
সান নিউজ/এনকে