স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যাকফুটে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ৪৬৯ রান করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। ১ উইকেটে ৩২ রান তুলে দিনের খেলা শেষ করা ক্যারিবিয়রা এই স্কোরে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।
৩ উইকেটে ২০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। সিবলি-স্টোকসের চতুর্থ উইকেট জুটিতে বড় সংগ্রহের দিকেই ছিল স্বাগতিকরা।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে ১২০ রানে থামেন ডম সিবলি। রোস্টন চেজ ভাঙেন ২৬০ রানের চতুর্থ ইংলিশ জুটি।
তবুও অন্য প্রান্তে বেন স্টোকস ছিলেন সাবলীল। ডাবল সেঞ্চুরির পথে থাকা সহ-অধিনায়ক থামেন ১৭৬ রানে। স্টোকসের এটা ১০ম টেস্ট সেঞ্চুরি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় এবং সর্বোচ্চ রানের ইনিংস।
এরপর জস বাটলারের ৪০ ও ডম বেসের অপরাজিত ৩১-এ ৯ উইকেটে ৪৬৯ স্কোরে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ক্যারিবিয় অফ স্পিনার রোস্টন চেজ নেন ১৭২ রানে ৫ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে এটা তার দ্বিতীয় ইনিংস সেরা বোলিং।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে নিজেদের সেট করানোর চেষ্টা করছিলেন ক্যারিবিয় ওপেনার ক্রেস ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। তখনই আঘাত স্যাম কুরানের। ১২ রান করা ক্যাম্পবেলকে ফেরান তিনি। অবশ্য এরপর আর কোন বিপদ ছাড়াই ৩২ রান তুলে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবিয়রা।
সান নিউজ