স্পোর্টস ডেস্ক : তুরস্কের কোনায় চলমান পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে বংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন দুই সাঁতারু মাহমুদুন নবী নাহিদ ও আসিফ রেজা।
আরও পড়ুন : রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব
বাংলাদেশী দুই সাঁতারুর মধ্যে মাহমুদুন নবী নাহিদ ১০০ মিটার বাটারফ্লাইয়ে সেমিফাইনালে উঠে চমক দেখালেও অপর সাঁতারু আসিফ রেজা হিট থেকেই বাদ পড়েছেন। ৪১ জন সাঁতারুর মধ্যে ২২তম হয়েছেন আসিফ রেজা।
সোমবার (১৫ আগস্ট) তুরস্কের কোনিয়ায় আসিফ রেজা ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে অংশ নিয়েছিলেন। তিনি ২৪.৬১ সেকেন্ড সময় নিয়ে হিটে বিদায় নিয়েছেন।
আসিফ রেজা এই ইভেন্টে অংশ নিয়েছিলেন বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও। সেখানে তিনি হিটে বাদ পড়েছিলেন ২৪.৬৭ সেকেন্ডে সাঁতার কেটে।
আরও পড়ুন : বরগুনায় বাড়াবাড়ি হয়েছে
সোমবার শ্যুটিংয়ের স্কিট ইভেন্টে বাংলাদেশের দুই শ্যুটার নুরউদ্দিন ও সাব্বির হাসান ৩০ ও ৩২তম হয়েছেন। নুরউদ্দিন ১০৭ স্কোর নিয়ে ৩০ এবং সাব্বির হাসান ১০৫ পয়েন্ট নিয়ে ৩২তম হন।
ভারোত্তোলক সোহায়বা রহমান রাফা রাতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
সান নিউজ/এইচএন