স্পোর্টস ডেস্ক: হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টাইগারদের ব্যাটিংটা আগের দুই ওয়ানডের চেয়ে খারাপই হয়েছে। একটা সময় তো মনে হচ্ছিল, লড়াকু পুঁজি পাওয়াও কঠিন হবে। তবে সেই আশঙ্কা কাটিয়ে দিয়েছেন তরুণ আফিফ হোসেন।
আরও পড়ুন: হোয়াটওয়াশ এড়াল বাংলাদেশ
দুর্দান্ত এক ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৫৬ রানের পুঁজি এনে দেওয়ার মূল কাজ করেছেন আফিফ। ১২৪ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ার পর উইকেটে আসেন বাঁহাতি এই ব্যাটার। বাকি সময়টাই তিনিই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল দায়িত্ব পালন করেছেন।
৮১ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ হোসেন। দারুণ ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় ওয়ানডের ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।
আরও পড়ুন: ছেলের মা হলেন পরীমনি
এদিকে আগের দুই ওয়ানডেতে বাংলাদেশকে বলতে গেলে একাই হারিয়ে দেওয়া সিকান্দার রাজা জিতেছেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে ২৫২ রানের সঙ্গে বল হাতে ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার।
সান নিউজ/এমআর