স্পোর্টস ডেস্ক:
২০২২ সালে সেনেগালে হচ্ছে না যুব অলিম্পিক গেমস। পিছিয়ে এই আসর হবে ২০২৬ সালে। সেনেগাল এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এ ব্যাপারে সমঝোতা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইওসি।
বর্তমান পরিস্থিতিতে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি রক্ষা করেই যে কোন গেমস আয়োজন করতে হবে। আর এজন্য প্রয়োজন প্রচুর অর্থও। এসব বিবেচনা করেই ২০২২ সালের ডাকার যুব অলিম্পিক গেমস আয়োজন থেকে পিছিয়ে গেছে সেনেগাল। যা হবে এখন ২০২৬ সালে।
এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী সে বছরের ২২ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত হবে ডাকার যুব অলিম্পক গেমস। যুব অলিম্পিকের এটি হবে চতুর্থ আসর। আফ্রিকায় প্রথমবারের মতো অলিম্পিকের কোন ইভেন্ট হবে এটি।
করোনার কারণে এ বছরের টোকিও অলিম্পিক পিছিয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হবে টোকিও অলিম্পিক গেমস। ৩২তম এই আসর সম্পর্কেও যেমন স্থানীয় আয়োজক সংস্থা বলেছে, করোনার প্রভাব পুরোপুরি না কাটলে টোকিও অলিম্পিক আয়োজন করা শেষ পর্যন্ত সম্ভব নাও হতে পারে।
সান নিউজ