সান নিউজ ডেস্ক: বাংলাদেশের লক্ষ্য ১৩৬ রানের। ব্যাটারদের ওপর এবার তেমন চাপ নেই। মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে মাত্র ১৩৫ রানে থামিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: ফিল্ডিংয়ে বাংলাদেশ
লিটন দাসের ওপেনিংয়ে ঝড়ো সূচনা করেছেন। ফলে ২৭ বলে ৩৭ রানের জুটি এসেছে। কিন্তু মুনিম ৭ বলে ৭ রান করেই বোল্ড হয়ে গেছেন রিচার্ড এনগারাভার বলে। আগের ম্যাচে মুনিম করেছিলেন ২ রান।
হারারে স্পোর্টস ক্লাবে রোববার (৩১ জুলাই) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহাদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাভা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা
সান নিউজ/এনকে