স্পোর্টস ডেস্ক:
ক্লাব লাইসেন্স ও ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় ম্যানচেস্টার সিটিকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা।
গত ১৪ ফেব্রুয়ারি উয়েফা এই সিদ্ধান্ত দিয়েছিল। পরবর্তীতে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ উয়েফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস (সিএএস)-এ আপিল করে।
যে আপিলের শুনানীতে আজ সিএএস ম্যান সিটির উপর উয়েফার দেয়া দুই বছরের নিষেধাজ্ঞা খারিজ করে। সাথে ক্লাব দলটিকে করা তিন কোটি ইউরো জরিমানা কমিয়ে এক কোটির সিদ্ধান্ত দেয়।
সিএএসের এই সিদ্ধান্তের ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে সিটিজেনদের আর কোন বাধা রইলো না।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে শেষ ষোলতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ বাকি আছে ম্যানচেস্টার সিটির।
প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল সিটিজেনরা। তাই এবার কোয়ার্টার ফাইনালে খেলার ভাল সম্ভাবনা আছে ম্যানচেস্টার সিটির।
সান নিউজ