স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাউদাম্পটন টেস্টে ফলাফল হতে পারে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ৮ উইকেটে ২৮৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড। ১৭০ রানে এগিয়ে আছে তারা।
কোন উইকেট না হারিয়ে ১৫ রান, এই স্কোর নিয়ে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। ৪২ করে আউট হন ওপেনার বার্নস। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে ঠিক পঞ্চাশেই গ্যাব্রিয়েলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ডম সিবলি।
এরপর চার নম্বরে নেমে জ্যাক ক্রলি খেলেন দারুণ এক ইনিংস। ৮টি চারে ১২৭ বলে ৭৬ রান করেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে খেলেন ব্যাক্তিগত সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস।
এছাড়া অধিনায়ক স্টোকস আবারো আউট হন ফিফটি না পেয়ে। এবার ৪৬ রান করেন তিনি।
৮ উইকেটে ২৮৪ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড। জোফরা আর্চার ৫ ও মার্ক উড ১ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনে ইংলিশদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবেন। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের গ্যাব্রিয়েল ৩টি এবং চেজ ও জোসেফ দুটি করে উইকেট নিয়েছেন।
সান নিউজ