স্পোর্টস ডেস্ক : যৌন হয়রানির দায়ে ভারতের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোস বরখাস্ত হয়েছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) জন্য সুপ্রিম কোর্টের নিয়োগকৃত অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সদস্য ড. এস ওয়াই কুরায়েশি জানিয়েছেন এ সংবাদ।
আরও পড়ুন : দেশ এগিয়ে চলছে
শুক্রবার (১ জুলাই) এআইএফএফের বিবৃতিতে প্রথম ইঙ্গিত দেওয়া হয়েছিল, অনূর্ধ্ব-১৭ নারী দলের যৌন হয়রানির ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই বিবৃতিতে অপরাধ কিংবা অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আজ সেটি প্রকাশ পেলো।
নরওয়ে সফরের সময় ভারত অনূর্ধ্ব-১৭ নারী দলের ঘটনাটি ঘটে। যেখানে নারী দলের এক সদস্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন অ্যামব্রোস। তাকে তখন জরুরি ভিত্তিতে ইন্ডিয়া ফিরিয়ে নেওয়া হয়। অ্যাডমিনিস্ট্রেশন কমিটি এ বিষয়ে জিরো টলারেন্সের কথা জানায়।
আরও পড়ুন : চালু হচ্ছে না মোটরসাইকেল
প্রসঙ্গত, অ্যামব্রোসের যৌন হয়রানির ঘটনা এবারই প্রথম নয়, এআইএফএফের কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জলি শাহ বিভিন্ন সাক্ষাৎকারে অ্যামব্রোসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এমনকি সাবেক ফুটবলার জুহি শাহও অ্যামব্রোসের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন।
সান নিউজ/এইচএন