স্পোর্টস ডেস্ক:
সাউদাম্পটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ৯৯ রানে পিছিয়ে ইংল্যান্ড। বিনা উইকেটে ১৫ রান রান চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবে স্বাগতিকরা।
১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রাথওয়েট আউট হন ক্যারিয়ারের ১৮তম ফিফটি করে। ৬৫ রান করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই এটা ব্র্যাথওয়েটের তৃতীয় পঞ্চাশোর্ধ ইনিংস।
এরপর মিডল অর্ডারে ব্রুকস ও রোস্টন চেজ খেলেন কার্যকরী দুটি ইনিংস। ৩৯ করে আউট হন ব্রুকস। চেজ করেন ৪৭ রান।
সাতে নামা ডরউইচের ৬১ রানের ইনিংসে দলীয় তিনশোর কোটা পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারে এটা ডরউইচের নবম ও ইংল্যান্ডের বিপক্ষে প্রতিপক্ষের মাটিতে প্রথম ফিফটি।
৩১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে। অ্যান্ডারসন ৩টি ও স্টোকস নেন ৪ উইকেট। বেস দুটি ও মার্ক উড উইকেট পান একটি।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ পর্যন্ত ১০ ওভার খেলে ইংল্যান্ড। যেখানে বার্নস ১০ ও সিবলি ৫ রান নিয়ে অপরাজিত আছেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।
সান নিউজ