সান নিউজ ডেস্ক: শেষ টেস্টেও ভাল অবস্থায় নেই টাইগাররা।অ্যান্টিগায় প্রথম টেস্টে হারায় সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৪০ রান তুলে ফেলেছে ক্যারিবীয়রা। স্বাগতিকদের চালকের বসাতে বড় ভূমিকা মিডল অর্ডার ব্যাটার কাইল মেয়ার্সের।
আরও পড়ুন: দেখিয়ে দিয়েছি আমরাই পারি
টেস্ট যে ধৈর্যের খেলা সেটিও মনে করিয়ে দিলেন মেয়ার্স, ‘তারা (বাংলাদেশ) বেশ কিছু সময় ভালো বোলিং করেছে। আর আমি চেষ্টা করেছি রান করার প্রতিটি সুযোগকে কাজে লাগাতে। এটি ধৈর্যের খেলা। প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার বিষয় নয়, ব্যাটিং ও বোলিংয়ে ধৈর্যশীল হতে হবে। যে সুযোগই পেয়েছি, কাজে লাগাতে চেষ্টা করেছি। ’
প্রথম ইনিংসে ২০০ রানের লিড নিতে চান মেয়ার্স, ‘এটি এমন কোনো পিচ নয় যেখানে আপনি প্রতিপক্ষের উপর চড়াও হতে পারবেন। তাই যতটুকু সম্ভব রান তুলতে হবে আমাদের। ম্যাচের এখনো অনেক সময় বাকি আছে। তাই ২০০ রানের লিড নিতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। ’
সান নিউজ/এসআই