স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আহ্বান জানিয়েছে স্বাগতিকরা।
আরও পড়ুন: মাঠের বাইরেও তিনি অসাধারণ!
শুক্রবার (২৪ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
ব্যাটিং বিপর্যয়ের কারণে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারে সরফকারী বাংলাদেশ। সেন্ট লুসিয়ারের উইকেট বরাবরই বোলারদের সুযোগ দিয়ে থাকে। যার কারণে কঠিন চ্যালেঞ্জে টাইগার ব্যাটসম্যানরা।
দুই ইনিংসে বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় ব্যাট হাতে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু তাতেও সফরকারীরা হেরে যায়। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েন তারা।
আরও পড়ুন: রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩
বিপর্যয় এড়াতে সাকিব আল হাসান বলেন, ‘আমাদের ফোকাস থাকবে প্রথম দুই ঘণ্টায়। সেটা আমরা ব্যাটিং করি বা বোলিং করি। তারপর থেকে আমাদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব।’
এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ থেকে মোটে ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করছে বাংলাদেশ। আর ৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ।
সান নিউজ/এফএ