স্পোর্টস ডেস্ক:
নির্ধারিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল লাইন আপ। ১২ থেকে ১৫ আগস্ট পর্তুগালের লিসবনে হবে এক লেগের এই নকআউট ম্যাচগুলো। আসরের ফাইনাল হবে এবার ২৩ আগস্ট। ড্র অনুষ্ঠিত হয় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। যেখানে উপস্থিত ছিলেন উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারি গিওর্গি ম্যাকেট্রি ও পর্তুগালের সাবেক ফুটবলার পাওলো সৌসা।
চ্যাম্পিয়ন্স লিগে এবার শেষ ষোলর এখনো চারটি ম্যাচ বাকি। ৭ ও ৮ আগস্ট হবে সেসব ম্যাচ। এই ম্যাচগুলোর মধ্যে দুটি লড়াই হবে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি, অলিম্পিক লিঁও-জুভেন্টাসের মধ্যে। এই চার দলের মধ্যে যারা জিতবে তারা মুখোমুখি হবে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে।
মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল সিটিজেনরা। আর লিঁও ও জুভেন্টাস প্রথম লেগ ম্যাচে ১-০ গোলে জিতেছিল ফ্রান্সের ক্লাবটি।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে লিপজিগ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
তৃতীয় কোয়ার্টারে খেলবে নাপোলি ও বার্সেলোনা এবং চেলসি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার জয়ী দল। প্রথম লেগ ম্যাচে নাপোলি ও বার্সেলোনার লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। আর চেলসি ও বায়ার্ন মিউনিখের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।
এরপর চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে খেলবে আটালান্টার ও প্যারিস সেন্ট জার্মেই পিএসজি।
আসরের সেমিফাইনাল লড়াইয়ে প্রথম শেষ চারের ম্যাচে খেলবে প্রথম ও তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী দুটি দল। আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ২ ও ৪ নম্বর কোয়ার্টার ফাইনাল জয়ীরা।
ফাইনাল ২৩ আগস্ট। সবগুলো ম্যাচ পতুর্থগালের লিসবনে।
সান নিউজ