ক্রীড়া প্রতিবেদক:
ঘোষণা অনুযায়ী নিজের ফাউন্ডেশনের জন্য লোগো চূড়ান্ত করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। শুক্রবার নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেন তিনি।
সেরা হিসেবে ইয়াসিন সিদ্দিকি আসিফের লোগোটিই বেছে নিয়েছেন মুশফিক নিজে। এম আর ফিফটিন ফাউন্ডেশনের যে কোন কাজে এখন থেকে এই লোগো ব্যবহার করবেন মুশফিক।
এছাড়া এই লোগো বিজয়ী পাবেন মুশফিকের অটোগ্রাফ দেয়া জার্সি। আর সেরা পাচ লোগো ডিজাইনকারীর সঙ্গে একদিন ডিনার করবেন মুশফিক।
নিজের ফেসবুক পেজে এ সংক্রন্ত ঘোষণা দিয়ে মুশফিক বলেন, “আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুন আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। যার লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তার নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন। ইনশা আল্লাহ যে পাঁচ জন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাঁদের সবার সাথে আমি শীঘ্রই যোগাযোগ করবো কবে, কিভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায় তা জানানোর জন্য”।
সান নিউজ