স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। গত রাতে এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য। তবে বার্সেলোনা গোল পেতে পারতো ২৩ মিনিটে। লিওনেল মেসির ফ্রি কিক যায় ক্রসবারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখেন বার্সেলোনার ফাতি। এসপানিওল ডিফেন্ডার কালোরেকে ফাউল করলে ভিএআরে তাকে লাল কার্ড দেখান রেফারি।
মিনিট তিনেক পর এবার লাল কার্ড দেখেন এসপানিওলের লোসানো। জেরার্ড পিকেকে ফাউল করায় তাকেও ভিএআরে এই সিদ্ধান্ত দেন রেফারি।
এমন উত্তেজনাতেই চলছিল ম্যাচ। যেখানে বার্সেলোনা গোল পায় ম্যাচের ৫৬ মিনিটে। মেসির নেয়া শট প্রতিহত হলে সুযোগ কাজে লাগান সুয়ারেজ।
এবারের আসরে এটা সুয়ারেজের ১৫তম গোল। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলে এখন তার গোলসংখ্যা ১৯৫টি। লাজলো কুবালাকে ছাড়িয়ে দলটির গোলদাতাদের ইতিহাসের তালিকায় তিন নম্বরে সুয়ারেজ।
মেসির জোরালো ভলি যদি এসপানিওল গোলরক্ষক লোপেস না আটকাতেন তাহলে ৬৯ মিনিটে ব্যবধান হতে পারতো দ্বিগুণ।
চাপ বাড়িয়েছিল এসপানিওল। তবে বিপদ হয়নি আর বার্সার। ৩৫ ম্যাচ খেলে এখন ৭৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে ৩৫ ম্যাচের মধ্যে ২১টিই হেরে লা লিগা এবার অবনমন হলো এসপানিওলের।
সান নিউজ