ক্রীড়া প্রতিবেদক:
খেলোয়াড়দের সাথে ক্লাবগুলোর চুক্তির ৫০ শতাংশ অর্থ প্রদান এবং করোনা পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ক্রিকেট শুরুর জন্য বিসিবি’র প্রতি আহ্বান জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব।
সংস্থাটির গত রাতের সভায় করোনার কারণে বন্ধ থাকা ক্রিকেট নিয়ে আলোচনা হয়।
যেখানে আগামী এক মাসের মধ্যে লিগ না শুরু হলে ক্রিকেটারদের চুক্তির ৫০ শতাংশ যাতে ক্লাবগুলো দেয় সে ব্যাপারে বিসিবিকে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করা হয়।
এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিসিবি যাতে লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
ভার্চুয়াল এই সভায় বোর্ডের সিসিডিএম কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, সিইও নিজামউদ্দিন চৌধুরী, সভাপতি নাঈমুর রহমান দূর্জয় ছাড়াও ছিলেন তামিম, রিয়াদ, ইমরুল সহ অন্যান্য ক্রিকেটাররা।
সান নিউজ