সান নিউজ ডেস্ক: ছোটবেলায় তার চাচা পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হককে এখানে খেলতে দেখেছেন। ‘মুলতানের সুলতান’খ্যাত চাচার কথা মনে করেই আলাদা একটা শিহরণ অনুভব করছেন ভাতিজা ইমাম।
আরও পড়ুন:
সবকিছু ঠিকঠাক থাকলে মুলতান ক্রিকেট স্টেডিয়ামেই ২৬ বছর বয়সী ইমাম তার ক্যারিয়ারের ৫০তম ম্যাচটি খেলতে নামবেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হওয়া এই ওপেনার এখন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ।।
পাকিস্তান ক্রিকেটের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে ইমাম বলেন, ‘আমি সবসময় এখানে চাচ্চুকে খেলতে দেখেছি। এই মাঠে আমার প্রথম ম্যাচটি (পাকিস্তানের হয়ে) খেলতে পারব ভেবেই শিহরিত হচ্ছি।’
ইমাম যোগ করেন, ‘আমি এখানে জন্মেছি, এমনকি বাস দিয়ে যখন আসছিলাম, তখনও ছেলেবেলার কথা মনে পড়ছিল। আমার জন্য এটা দারুণ এক মুহূর্ত, মুখিয়ে আছি মাঠে নামতে।’
ক্যারিয়ারের ৫০তম ওয়ানডের সামনে দাঁড়িয়ে উত্থান-পতনের সব দিনই যেন চোখের সামনে ভাসছে ইমামের। তিনি বলেন, ‘৫০তম ওয়ানডে খেলতে যাওয়ার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমার সতীর্থদের। ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান ছিল, পতনও ছিল। ছিল সমালোচনা। তবে আমি অনেক বেশি উপভোগ করেছি, সতীর্থরা আমার সময়টা আরও বেশি উপভোগ্য করে তোলে।’
সান নিউজ/এসএই