ক্রীড়া প্রতিবেদক:
বিশ্ব আর্চারি সংস্থা থেকে প্রায় ৪ লাখ টাকা অনুদান পেয়ে দারুণ আনন্দিত রোমান সানা। সান নিউজকে পাঠানো ভিডিও বার্তায় রোমান সানা বলেন, করোনার এই সময়ে এমন অনুদান তাকে দারুণ উপকৃত করবে। টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া একমাত্র অ্যাথলিট এই রোমান সানা।
বিশ্বের বিভিন্ন দেশের আর্চারদের সাহায্যের জন্য গত মাসে আবেদন করতে বলে বিশ্ব আর্চারি ফেডারেশন। সেখানেই দেশ সেরা আর্চার রোমান সানা তার আবেদন দেন।
সান নিউজকে পাঠানো প্রতিক্রিয়ায় রোমান বলেন, গত মাসে বিশ্ব আর্চারি থেকে সেই আবেদনের ঘোষণা আসার পর আর্চার জিয়া তাকে বিষয়টি জানান। তারপর কোচ মার্টিন ফ্রেডরিকের সাহায্য নিয়ে সেই আবেদন পূরণ করেন রোমান। এর মধ্যে ৩৫জনকে বিশ্ব আর্চারি অনুদানের জন্য চূড়ান্ত মনোনায়ন দেয়।
করোনার এই সময়ে এমন আর্থিক অনুদান যে কোন অ্যাথলিটের জন্য দারুণ উপকারের বলছেন রোমান। এই অনুদান প্রাপ্তিতে ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের প্রতিও কৃতজ্ঞতা জানান রোমান সানা।
দেশ সেরা এই আর্চার আরো বলেন, বিশ্ব আর্চারির এই উদ্যোগ অনেক মোটিভেশনাল এবং ভবিষ্যতের জন্য অনেক কাজে আসবে। সামনে ভাল করতে এই অনুদান প্রেরণা দেবে।
মানুষের দু:সময়ে যখন কেউ পাশে দাঁড়ায় তখন এমন কাজ সেই মানুষটিকে ঘুরে দাঁড়াতে দারুণ সাহায্য করে। এই অনুদান তার পুরো পরিবারের জন্য বেশ সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি।
করোনার এই পরিস্থিতিতে অনেকেই ভালভাবে দিন কাটাতে পারছে না। বিশ্ব আর্চারির এই উদ্যোগ সেসব খেলোয়াড় এবং তাদের পরিবারের বেশ সাহায্যে আসবে।
সবার কাছ থেকে দোয়া চেয়ে দেশ সেরা এই আর্চার বলেন, তিনি যেন দেশের বাইরেরর নানা টুর্নামেন্টে অংশ নিয়ে দেশের পতাকাকে সবার উপরে রেখে আরো সুনাম নিয়ে আসতে পারে।
সান নিউজ