ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’র কোচিংয়ে সন্তুষ্টি জানিয়েছেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সুফিল বলেন, জেমি খেলোয়াড়দের সাথে বেশ ভাল যোগাযোগ রক্ষা করতে পারে। আর সে এমনভাবেই তার কথাগুলো বলে, খেলোয়াড়রাও সহজেই তা বুঝতে পারে।
আগস্ট থেকে আবারো নতুন করে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে কাজ শুরু করবে জেমি ডে। দেশের ২১তম বিদেশী কোচ জেমি। এই ইংলিশ কোচের সময়কালে জাতীয় দল ১৯টি ও অনূর্ধ্ব-২৩ দল ১১টি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে জাতীয় দল জিতেছে ৮টি, ড্র করেছে ২টি ও হেরেছে ৯টি ম্যাচ। আর অনূর্ধ্ব-২৩ দল জিতেছে ৩টি, ড্র করেছে ২টি ও হেরেছে ৬টি ম্যাচ।
সুফিল বলেন, করোনার এই সময়ে জেমি ডে ইংল্যান্ডে থাকলেও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের সাথে তার যোগাযোগ আছে। এভাবে আমরা আমাদের সুবিধা-অসুবিধাগুলো তাকে সহজেই জানাতে পারছি এবং প্রয়োজন অনুযায়ী জেমি সাজেশনও দিচ্ছে।
আর ট্রেনিং সেশনে জেমির দেখানো কারো বুঝতে সমস্যা হলেও তখন দেশীয় কোচরা বেশ ভালই ভূমিকা পালন করে থাকেন বলে জানান সুফিল। সহকারী কোচ কায়সারের উদাহরণ টেনে সুফিল বলেন, তিনি খুবই বন্ধুসুলভ। মাঠ বা মাঠের বাইরের যে কোন সমস্যা তাকে নির্দ্বিধায় বলা যায়।
বিশ্বকাপ বাছাই ম্যাচ উপলক্ষ্যে আগস্টের প্রথম সপ্তাহ থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হওয়ার কথা আছে। যেখানে করোনা পরবর্তী বাছাই ম্যাগুলোতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ৮ অক্টোবর সিলেট ভেন্যুতে হওয়ার কথা আছে এই ম্যাচ।
সান নিউজ