ক্রীড়া প্রতিবেদক:
আর ঘরে থাকতে পারলেন না জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মাঠের অনুীশলন শুরু করেছেন তিনি।
রাজধানীর বাড্ডার ফর্টিস গ্রুপের মাঠে সকালে অনুশীলন করেন মুশফিক। এরপর নিজের ফেসবুক পেজে এই অনুশীলনের ভিডিও পোস্ট করেন উইকেটরক্ষক।
দুই ঘন্টার এই অনুীশলনে রানিং, স্ট্রেচিং ও হালকা ব্যাটিং করতে দেখা গেছে তাকে। এর আগে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেও গিয়েছিলেন মুশফিক। ব্যায়মের সামগ্রী আনতে গিয়েছিলেন মিরপুর। সেদিনও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে ছবি আপলোড করে মাঠে ফেরার আকুতি জানিয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হচ্ছে ৮ জুলাই থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে। আর বাংলাদেশের ক্রিকেট ফিরতে পারে এশিয়া কাপ দিয়ে। সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার নির্ধারিত সময়। আর সেই এশিয়া কাপ নিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড আলোচনা করছে। আগামী এসিসি সভায় এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। যদি সেপ্টেম্বরে এশিয়া কাপ হয় তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবে বাংলাদেশের ক্রিকেট।
সান নিউজ