স্পোর্টস ডেস্ক:
৩০ জুলাই থেকে না, ৫ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। পরিবর্তিত সূচি জানিয়েছে আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুলাই থেকে টেস্ট ও ২৯ আগস্ট থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরুর কথা ছিল দুই দলের। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী এখন ৫ আগস্ট থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট, লর্ডসের পরিবর্তে এই ম্যাচ হবে ম্যানচেস্টারে। পরের দুটি টেস্ট ম্যানচেস্টার ও নটিংহামের পরিবর্তে হবে সাউদাম্পটনে।
এছাড়া ২৯, ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচিতে এবার ম্যাচগুলো হবে ২৮ ও ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর। শর্টার ভার্সনের তিনটি ম্যাচই হবে ম্যানচেস্টারে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ২৯ জুন সে দেশে গিয়েছে পাকিস্তান। ১৪ দিনের কোয়ারেন্টিনে থেকেই অনুশীলন এবং নিজেদের মধ্যে ম্যাচ খেলছে সফররতরা।
সান নিউজ