ক্রীড়া প্রতিবেদক:
এ বছর সাফ ফুটবল না হওয়ায় সেটা বাংলাদেশের জন্য ভাল হয়েছে বলছেন জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল হওয়ার কথা ছিল এ বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের কারণে এ বছর এই টুর্নামেন্ট হচ্ছেনা। গত জুনে ভার্চুয়াল এক সভায় সাফ কর্তৃপক্ষ টুর্নামেন্টটি পিছিয়ে আগামী বছর অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করেন।
এ প্রসঙ্গে রানা বলেন, “ব্যাক্তিগতভাবে আমি মনে করি সাফ আমাদের দেশের জন্য অনেক বড় একটি টুর্নামেন্ট। যেহেতু এবারের টুর্নামেন্ট আমাদের হোম ভেন্যুতে হওয়া কথা ছিল, করোনার কারণে অনুশীলন বন্ধ থাকায় আসরের জন্য আমাদের প্রস্তুতিতে ঘাটতি থাকতো। সেক্ষেত্রে আমি মনে করি, আগামী বছর অনুষ্ঠিত হলে আমাদের পূর্ণ প্রস্তুতি থাকবে এবং সেটা নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারবো এবং আশা রাখি সাফে আমাদের ভাল ফলাফল হবে”।
এ পর্যন্ত সাফে একবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০০৩ সালের সেই আসরেও বাংলাদেশ স্বাগতিক ছিল। তবে গত চার আসরে একবারও গ্রুপ পর্বের বাধা বাংলাদেশ টপকাতে পারেনি।
সান নিউজ