ক্রীড়া প্রতিবেদক:
করোনার কারণে বাংলাদেশের ক্রীড়া বন্ধ গত মার্চ থেকে। সব খেলার মতো বন্ধ ক্রিকেটও। ঘরে থেকেই তাই নিজেদের অনুশীলন সারছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। ঘরে থাকতে থাকতে তাই অস্থির হয়েই এবার বাইরে আসলেন জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পেইজগুলোতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন এমন ছবি পোস্ট করেছেন মুশফিক। যেখানে ক্যাপশনে তিনি বলেছেন, “সুন্দর এই ভেন্যুকে মিস করছি। শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানেন কবে আমরা আবারো অনুশীলন শুরু করতে পারবো”।
জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে করোনর কারণে এই সিরিজ পিছিয়ে দেয়া হয়েছে। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের কিছুদিন আগে ব্যাক্তিগত অনুশীলন শুরুর কথা থাকলেও তাও পিছিয়ে দিয়েছে বোর্ড। তারপরও বিসিবি জানিয়েছে দেশের ক্রিকেট ভেন্যুগুলো প্রস্তুত করা হচ্ছে। শিগগিরই মাঠে ক্রিকেট ফিরবে। তবে সবকিছুর জন্যই সরকারের অনুমতি দরকার সবার আগে।
এদিকে, সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড করোনার কথা মাথায় রেখে এশিয়া কাপের সময় নিয়ে এখনো আলোচনা করছে। তবে ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। যদি এশিয়া কাপের ব্যাপারে সবাই একমত হয় তাহলে হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবে বাংলাদেশের ক্রিকেট।
সান নিউজ