সান নিউজ ডেস্ক : লিটন কুমার দাস দলের দুঃসময়ে বারবারই দাঁড়িয়ে যান। এবারো দাঁড়িয়েছেন। সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে মিরপুর টেস্টের গুরুত্বপূর্ণ পঞ্চম ও শেষ দিনে ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন।
আরও পড়ুন : বিশ্বে করোনা শনাক্ত ৫৩ কোটি ছাড়াল
লিটন এই ফিফটিতে টেস্টে বাংলাদেশের ৮ম ক্রিকেটার হিসেবে ২ হাজার রান পূর্ণ করলেন। তৃতীয় দ্রুততম। আগের দু’জন মুমিনুল হক ও তামিম ইকবাল।
১৩০ বলে নিজস্ব পঞ্চাশ পূর্ণ করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে লিটনের ১৩তম ফিফটি। ফিফটির পরপরই বিদায় নেন লিটন।
আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছাবে কাল
ফার্নান্দোর বলে তার হাতেই ক্যাচ দেন তিনি। থামে তার পথচলা। ১৩৫ বলে তার রান ৫২ রান। ষষ্ঠ উইকেটে রান আসে ১০৩ ।
সান নিউজ/এইচএন