স্পোর্টস ডেস্ক:
বুন্দেসলিগার পর এবার জার্মান কাপও জিতলো বায়ার্ন মিউনিখ। গত রাতে ফাইনালে বেয়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। কিছুদিন আগে বায়ার্ন জিতেছিল বুন্দেসলিগার টানা অষ্টম শিরোপা। এবার জিতলো ২০তম বারের মতো জার্মান কাপের শিরোপা।
ডেভিড আলাবার গোলে ম্যাচের ১৬ মিনিটে লিড নেয় বায়ার্ন। ব্যবধান দ্বিগুণ হয় ২৪ মিনিটে জিনাব্রির সাফল্যে।
বায়ার্ন মিউনিখ তাদের তৃতীয় গোলটি পায় ৫৯ মিনিটে। লেভানদোভস্কির জোরালো শট আটকাতে ব্যর্থ হন লেভারকুসেন গোলরক্ষক। এ নিয়ে টানা চারটি জার্মান কাপের ফাইনালে গোল করার রেকর্ড গড়েন লেভানদোভস্কি।
চার মিনিট পর বেন্ডার, লেভারকুসেনের হয়ে একটি গোল ফেরান। ম্যাচের শেষ দিকে আবারো গোলের লক্ষ্য খুঁজে পান লেভানদোভস্কি।
শেষ মিনিটে হাভার্টজের পেনাল্টি গোলে ব্যবধান আরেকটু কমে লেভারকুসেনের। ৪-২ গোলে শেষ হয় ম্যাচ। এখন বায়ার্নের সামনে বাকি আছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। তাহলেই ট্রেবল জয়ের লক্ষ্যটাও পূরণ হবে দলটির।
সান নিউজ