স্পোর্টস ডেস্ক: পাঁচ বছর পর টেস্টে শতরানের ওপেনিং জুটি দেখলো বাংলাদেশ। চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের সকাল স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়ের দাপুটে ব্যাটিংয়ে। তারা শ্রীলঙ্কান বোলারদের শাসন করে বাংলাদেশ দলকে সুবিধাজনক অবস্থানে নিচ্ছেন।
আরও পড়ুন: এদিন বাংলার মাটিতে ফিরেন শেখ হাসিনা
মঙ্গলবার (১৭ মে) দিনের সেশন শেষে কোনো উইকেট না হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫৭ রান। যেখানে সেঞ্চুরির পথে হাঁটা অভিজ্ঞ তামিম ৮৯ এবং তরুণ ব্যাটসম্যান জয় ৫৮ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন। তবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার থেকে এখনো পিছিয়ে অধিনায়ক মুমিনুল হলের দল।
আগের দিন ৩৫ রানে অপরাজিত থাকা তামিম পাঁচ ওভারের মধ্যে নিজের অর্ধশতক পূর্ণ করলেন। তৃতীয় দিন সকালে আগের দিনের সঙ্গে ১৫ রান যোগ করতে ২১ বল খেলেন তামিম। প্রথম ওভারে রমেশ মেন্ডিসের ওভার থেকে নেন ৩ রান। পরের ওভারে বিশ্ব ফার্নান্দোকে দুই চার হাঁকান। পরের ওভারে অবশ্য মেডেন দেন এই ব্যাটসম্যান। পরের ওভারে ১ রান নেওয়া তামিম মেন্ডিসের করা দিনের পঞ্চম ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন।
আরও পড়ুন: চুরি হয়ে গেল ইমরান খানের ফোন
সব মিলিয়ে ৭৩ বলে ৭ চারে অর্ধশতক পূর্ণ করেন তামিম। এটি তামিমের ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। ফিফটিতে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার ৯০০ রান পূর্ণ করেছেন। অপেক্ষা আর ১০০ রানের। তৃতীয় দিন সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত জয় খেলেছেন মাত্র ৯ বল। যেটি থেকে করেছেন মাত্র ৫ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৫৭ রান। এখন ৮৯ রানে তামিম ও ৫৮ রানে জয় অপরাজিত রয়েছেন। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে ব্যাট হাতে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন দুই টাইগার ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। ওপেনিং জুটিতে ১৫০ পার করল টাইগাররা।
সান নিউজ/এমকেএইচ