স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দারাবাদ পেসার উমরান মালিক আইপিএলে গতির জাদু দিয়ে সবাইকে বিমোহিত করে রেখেছেন। এবারের আইপিএলের শুরু থেকেই আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত করেছেন নিজেকে।
আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
ভারতের সাবেকরা ধারাবাহিক পারফর্ম করে যাওয়া এই পেসারকে এবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান। সুনীল গাভাস্কার ও হরভজন সিং এই তরুণ গতি তারকাকে ভারতের পরবর্তী সিরিজে দলে রাখার দাবি জানিয়েছেন।
উমরান আইপিএলের গত আসরে গতির ঝড় তুলে প্রথম আলোচনায় আসেন। তবে এবারের আসরে তার নিয়ন্ত্রিত গতি ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ের গুণ নজর কেড়েছে সাধারণ দর্শক থেকে ক্রিকেটবোদ্ধা সবার।
গুজরাট টাইটানসের বিপক্ষে এই তো কয়েকদিন আগে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন, সর্বশেষ ম্যাচে আবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতির রেকর্ড গড়েছেন। সে ম্যাচে তার ১৫৭ কিমি গতিতে করা বলটি আইপিএলে গত এক দশকের সবচেয়ে দ্রুততম বল।
আরও পড়ুন : কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২
এমন আগ্রাসী ফর্মে থাকা বোলারকে তাই সাবেকদের জাতীয় দলে দেখতে চাওয়াটাই স্বাভাবিক। হরভজন সিং চান ভারতের আরেক দ্যুতিময় পেসার জসপ্রীত বুমরার সঙ্গে টি-টোয়েন্টিতে তার পেস বোলিং জুটি গড়ে উঠুক, ‘সে (উমরান মালিক) আমার প্রিয়। আমি তাকে জাতীয় দলে দেখতে চাই কারণ দারুণ সে বোলিং করে। আমাকে এমন একজন বোলারের নাম বলুন যে ১৫০ কিমি গতিতে বল করে কিন্তু জাতীয় দলে খেলে না। ভারত যখন আগামী বিশ্বকাপে খেলবে আমি চাই তখন যেন বুমরার সাথে ওর জুটি গড়ে ওঠে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ২২ বছর বয়সী উমরান মালিককে হরভজন চেয়েছেন। তবে ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন, উমরান মালিককে আসন্ন ইংল্যান্ড সিরিজেই দলে সুযোগ দেওয়া উচিৎ।
আরও পড়ুন : টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন
গুজরাটের বিপক্ষে উমরান ৫ উইকেট পাওয়ার পর ধারাভাষ্য কক্ষে থাকা গাভাস্কার বলেন, ‘তার (উমরান) পরবর্তী গন্তব্য হচ্ছে জাতীয় দল। সে এখনই হয়ত সুযোগ পাবে না, কারণ আমাদের দলে এখন মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদবরা আছে। তাই এখনই হয়ত খেলতে পারবে না।
তবে দলের সাথে ভ্রমণ করলেও তার অনেক উপকার হবে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করেও অনেক কিছু শিখতে পারবে।’
সান নিউজ/এইচএন