স্পোর্টস ডেস্ক:
স্যার এভারটন উইকস, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ৯৫ বছর বয়সে মারা গেছেন। ক্যারিবিয়দের থ্রি ডব্লিউজ খ্যাত তিন ক্রিকেটারের মধ্যে এভারটন উইকস ছিলেন অন্যতম। স্যার ফ্রাঙ্ক ওরেল ও স্যার ক্লাইভ ওয়ালটন ছিলেন বাকি দুই ক্রিকেটার। ১৯৬৭ সালে মৃত্যু হয়েছিল স্যার ফ্রাঙ্ক ওরেলের। স্যার ক্লাইভ ওয়ালকট মারা গিয়েছিলেন ১৯৮৬ সালে।
এক শোক বার্তায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বলে, 'স্যার এভারটন উইকসের মতো আইকন হারিয়ে আমরা শোকে আচ্ছন্ন। একজন কিংবদন্তী ছিলেন তিনি। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই’।
বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন স্যার এভারটন উইকস। গত বছর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
১৯২৫ সালে জন্ম হয়েছিল স্যার এবারটন উইকসের। ক্যারিবিয়দের হয়ে ৪৮ টেস্টে ৫৮.৬১ গড়ে ১৫ সেঞ্চুরি করেছিলেন উইকস। টেস্টে তিনি এক হাজার রান করেছিলেন মাত্র ১২ টেস্টে। ক্যারিয়ারে শেষ টেস্ট খেলেছিলেন ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৫ সালে তিনি নাইট খেতাব পান। উইকসের ছেলে ডেভিড মারেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে জাতীয় দলে খেলেছিলেন। ১৯ টেস্ট খেলেছিলেন মারে।
সান নিউজ