ক্রীড়া প্রতিবেদক:
নারী ফুটবলের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নতুন কর্মসূচি চাল করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মেক ইট কাউন্ট নামের এই কর্মসূচিতে সব নারী খেলোয়াড়দের টেকনিক্যাল ও শারীরিক ফিটনেস নিয়ে কাজ করা হবে।
দেশের জাতীয় দলের নারী ফুটবলারদের ভবনের ক্যাম্পে রেখেই অনুশীলন করাতো ফেডারেশন। তবে গত মার্চে যখন করোনার কারণে খেলা বন্ধ হলে যার যার বাড়ি চলে যান খেলোয়াড়রা। এ অবস্থায় ফুটবলাররা কিভাবে তাদের নিজেদের ফিটনেস ধরে রাখার ব্যাপারে কাজ করছেন সে ব্যাপারে এখন তৎপর হয়েছে বাফুফে।
মূলত এ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের ব্যাপারে খোঁজখবর নেয়া শুরু করেছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। আর এবার বাফুফে চালু করতে যাচ্ছে মেক ইট কাউন্ট নামের কর্মসূচি। যে কর্মসূচির আওতায় গোলাম রাব্বানী ছোটন, মাহবুবুর রহমান লিটু, সুইনু প্রু মারমা ও মাহমুদা আক্তারের তত্ত্বাবধানে নির্দিষ্ট বয়সের ক্যাটাগরিতে আলাদাভাবে মেয়েরা অংশ নেবে। খেলোয়াড়রা যাতে নিয়মিত ঘুম ও পরিমিত পুষ্টিকর খাবার খেতে পারে সে ব্যাপারেও তদারকি করা হবে।
নতুন কর্মসূচি সম্পর্কে বাফুফে’র নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ফেডারেশনের নেয়া পদক্ষেপের মাধ্যমে খেলোয়াড়দের অনুশীলন নিয়মিত হবে এবং করোনা পরবর্তী সময়ে ফুটবলাররা দ্রুত নিজেদের ফিট অবস্থায় মাঠ ফেরাতে পারবে।
সান নিউজ