স্পোর্টস ডেস্ক : বিগত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটারদের নামের তালিকায় চারটি নাম সবার আগে চলে আসে। তারা হলেন- ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুট। তিন ফরম্যাটেই তারা সমানতালে দুর্দান্ত ব্যাট করে থাকেন।
আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত
বর্তমান সময়ে তাদের সঙ্গে আরও একটি নাম যোগ করতে বাধ্য সবাই। তিনি হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কারো কারো মতে তিনিই এখন বিশ্বের সেরা।
সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছিলেন, এই মুহূর্তে তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটার বাবর আজম। এবার একই কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার ডেল স্টেইনও।
আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ২০১৮ সাল থেকে দুর্দান্ত ফর্মে আছেন। বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আইসিসির শীর্ষ ব্যাটার তিনি। টেস্টেও খুব একটা পিছিয়ে নেই। পাঁচ নম্বরে আছেন পাক অধিনায়ক। এখন পর্যন্ত খেলা ৪০ টেস্টে ৪০.৯৮ গড়ে তার রান ২৮৫১।
আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র
প্রসঙ্গত, গতকাল টুইটারে এক ভক্ত প্রশ্ন করেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার কে? জবাবে ডেল স্টেইন বলেন, খুব সম্ভবত বাবর আজম। সে এ মুহূর্তে দুর্দান্ত।
সান নিউজ/এইচএন