ক্রীড়া ডেস্ক: গেল কয়েক বছরে ফুটবলে নতুন কিছু আনার অনেক চেষ্টা করা হয়েছে। এমনকি চার বছরের পরিবর্তে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাও ছিল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার।
যদিও ওই ভাবনাকে অনেকে বাড়াবাড়ি বলেছেন সে কারণে ফিফাও সমালোচনার মুখে ওই ভাবনা থেকে সরে আসে। এবার নতুন আলোচনা এসেছে ৯০ মিনিটের ম্যাচ হবে ১০০ মিনিট!
গুঞ্জন উঠেছে কাতার ২০২২ বিশ্বকাপ থেকেই এমন নিয়ম চালু হতে পারে। কারণ নির্ধারিত সময় ১০ মিনিট বাড়িয়ে ফুটবল ম্যাচ আয়োজনের ভাবনাটা নাকি এসেছে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর মাথায়। ইতালিয়ান সংবাদ মাধ্যম ‘কোরিয়েরে দেলো স্পোর্তে’ দাবি করেছে এমনটা।
তবে এমন পরিকল্পনা বাস্তবায়ন হতে হলে তা অনুমোদন পেতে হবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে। ফুটবলের যে কোনো নিয়ম পরিবর্তনের ক্ষমতা তাদেরই হাতে।
যদি এ নিয়ম অনুমোদন পায়। তাহলে আসন্ন বিশ্বকাপেই ১০০ মিনিটের ফুটবল ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। দুই অর্ধে তখন থাকবে ৫০ মিনিট করে।
আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা
এদিকে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমে এ গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফা বলছে আপাতত এমন কোনো পরিবর্তন আসছে না ফুটবল ম্যাচের দৈর্ঘ্যে।
সাননিউজ/এমএসএ