ক্রীড়া প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ বছরের সেপ্টেম্বরে ঢাকায় হওয়ার কথা ছিল সাফ ফুটবল টুর্নামেন্ট। তবে করোনার কারণে গত মার্চ থেকে যেখানে দেশের সব ক্রীড়াই যেখানে বন্ধ সেখানে সাফ নিয়েও ছিল শংকা।
সাফের সাত সাধারণ সম্পাদকের ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের সাফ ফুটবল পিছিয়ে নেয়া হয়েছে আগামী বছর পর্যন্ত। তবে ২০২১ সালের কবে এই টুর্নামেন্ট হবে সেই তারিখ এখনো নির্ধারিত হয়নি।
সভা শেষে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, এছাড়া এ বছর সাফের যেসব বয়স ভিত্তিক টুর্নামেন্ট করার কথা ছিল সেগুলোও পেছানো হয়েছে।
সেসব টুর্নামেন্টের বিষয়ে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি আবারো আলোচনা হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরে একটা বা দুটো বয়সভিত্তিক সাফ ফুটবল টুর্নামেন্ট হতে পারে। নয়তো এসব টুর্নামেন্টও পিছিয়ে আগামী বছর পর্যন্ত নেয়া হতে পারে।
সান নিউজ