স্পোর্টস ডেস্ক:
পেনাল্টি গোলের জন্য কিক নিচ্ছেন কোন ফুটবলার। কিন্তু প্রতিপক্ষ গোলকিপারের দিকে না তাকিয়েই গোল করছেন ঐ খেলোয়াড়। এমন ব্যতিক্রমী ঘটনাই বুন্দেসলিগার শেষ দিনের খেলায় ঘটেছে।
জার্মানির লিগের শেষ দিনের বরুসিয়া ডর্টমুন্ড খেলেছিল হফেনহেইমের কাছে। যে ম্যাচে হারে বরুসিয়া। একাই হ্যাটট্রিকহ চার গোল করেন হফেনহেইমের অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রে ক্রামারিক।
এই ক্রোয়েশিয়ান শেষ গোলটি করেন পেনাল্টি থেকে। যেখনে পরে ভিডিও ফুটেজে দেখা যায় ক্রামারিক যখন ঠিক বলে শট নিচ্ছিলেন তখন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে ছিলেন তিনি।
অবাক করা বিষয় তবুও বল পোস্ট সোজাই গিয়েছিল এবং যেখানে বল ধরতে ব্যর্থ ছিলেন বরুসিয়া গোলরক্ষক রোমান বুর্কি।
অবশ্য এই কাজ যে ক্রামারিকই প্রথম করলেন এমন নয়। ২০১৪-১৫ মৌসুমে রবার্তো ফিরমিনোও ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে একইভাবে না তাকিয়ে গোল করেছিলেন। তখনও হফেনহেইমেরই খেলোয়াড় ছিলেন ফিরমিনো।
এমনকি পরে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরমিনো এমন গোল করেছিলেন।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ক্রামারিক অবশ্য স্বীকার করেছেন ফিরমিনোকে দেখেই তিনি গোলের ভঙ্গিটা অনুকরণ করেছেন। তবে এটাও স্বীকার করেছেন ফিরমিনো গোলটা করেছিলেন চলন্ত বলে আর ক্রামারিক করেছেন স্থির বলে।
সান নিউজ