স্পোর্টস ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন এলগার এবং সারেল এরউই মিলে টাইগার বোলারদের হতাশার সাগরে ডুবাচ্ছিলেন। প্রথম সেশন শেষে ৯৫ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় সেশনেও স্বাচ্ছন্দে ব্যাটিং করে যাচ্ছিলেন তারা।
আরও পড়ুন : সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা
দিনের ৩৪ এবং ৩৫ তম ওভার দুটি বাংলাদেশের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। এই দুই ওভারেই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছে টাইগার পেসার খালেদ আহমেদ এবং স্পিনার মেহেদী হাসান মিরাজ।
ডিন এলগার ৩৪তম ওভারের দ্বিতীয় বলে খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। লিটন দাস ক্যাচটি ধরতে মোটেও বিলম্ব করলেন না। ১১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১০১ বলে ৬৭ রান করে আউট হন এলগার।
পরের ওভারে আবারও উইকেট। এবার মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড আউট হলেন অপর ওপেনার সারেল এরউই। ১০২ বল খেলে তিনি সংগ্রহ করেন ৪১ রান। দলীয় রান ছিল এ সময় ১১৭।
আরও পড়ুন : বিএনপি নেতৃত্ব আজ বিভক্ত
অপরদিকে ৪৫.৬ ওভারের সময় দলীয় ১৩৫ রানের মাথায় ১৯ রানে রান আউট হন ব্যাটার কিগান পিটারসন ।
এ রিপোর্ট লেখার সময় ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৬৫ রান। ২২ রান নিয়ে ব্যাট করছেন টেম্বা বাভুমা এবং ১১ রান নিয়ে রিয়ান রিকেল্টন ক্রিজে রয়েছেন।
আরও পড়ুন : ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান!
টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা প্রথম দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি। বাংলাদেশের বোলাররা চেষ্টা করে গেছেন টানা। ২৫টি ওভার বল করেও কোনো সাফল্যের দেখা পায়নি তারা। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৯৫ রান।
আরও পড়ুন : জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি রুহুল আমীন
তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী কিংবা খালিদ আহমেদ, এই তিন পেসারের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। কিন্তু তারা প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে ভাঙন ধরাতে পারেননি।
সান নিউজ/এইচএন