স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার পর এবার টেস্টের মিশনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
আরও পড়ুন : বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ
বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে একবারও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। পাঁচ ম্যাচে হার ইনিংস ব্যবধানে, অন্য ম্যাচে পরাজয়ের ব্যবধান ৩৩৩ রানে।
তবে এবার এগিয়ে অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ দল। পুরো দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের যেখানে রয়েছে ২০৬ টেস্ট খেলার অভিজ্ঞতা, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেছেন ৩৬২ টেস্ট।
আরও পড়ুন : মাদক বিরোধী অভিযানে আটক ৩৭
প্রসঙ্গত, প্রথম ম্যাচের ডারবানের কিংসমিডে খেলা ৪৪ টেস্টে প্রোটিয়াদের পরাজয়ই বেশি। এই মাঠে তারা জিতেছে ১৪ ম্যাচ, বিপরীতে হেরেছে ১৬টি।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বী, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
আরও পড়ুন : কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’
দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, উইয়ান মাল্ডার, কাইল ভেরেইন্নে, কেশব মহারাজ, হার্মার, লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস।
সান নিউজ/এইচএন