ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। প্রোটিয়াদের মাটিতে এবার শুরু হচ্ছে টেস্ট মিশন। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার মাঠে নামছে দুই দল। ডারবানে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টি-স্পোর্টস ও গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাদের মাটিতে জয়ের কোনো নজির ছিল না বাংলাদেশের। সে কারণে বাংলাদেশ দলের লক্ষ্য ছিল অন্তত একটি ম্যাচ জেতা। সেঞ্চুরিয়নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই জয়ের দেখা পায় সফরকারীরা।
এদিকে ডারবানের মাঠে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই মুমিনুল হকদের। তবে একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে সফরকারীদের। সেটাও আবার সুখকর নয়, ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পঞ্চম ম্যাচে কানাডার কাছে ৬০ রানে হেরেছিলো টাইগাররা।
এরপরও চিন্তিত নন কোচ রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। ডারবানে সবশেষ ৯ টেস্টের মধ্যে ১টিতে জয়ন ও সাতটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ১টি টেস্ট ড্র হয়েছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’
অপরদিকে আজকের ম্যাচ নিয়ে টাইগার অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমি তো সবসময় বলি যে জেতার জন্যই আমরা খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। পাঁচ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’
সাননিউজ/এমএসএ