ক্রীড়া প্রতিবেদক: কাতার বিশ্বকাপের পর্দা উঠতে এখনো অপেক্ষা সাত মাস। এরই মধ্যে উন্মোচিত হয়ে গেছে টুর্নামেন্টের জন্য বিশেষভাবে তৈরি বল ‘আল রিহলা’।
২০২২ বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিক ম্যাচ বল ‘আল রিহলা’ প্রকাশ্যে এনেছে খেলাধুলার পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তাদের দাবি, এই প্রতিযোগিতার ইতিহাসে এত দ্রুতগতির বল আগে কখনো দেখা মেলেনি।
চলতি বছরের নভেম্বরে শুরু হবে ৩২ দল নিয়ে ফুটবলের এই মহাযজ্ঞ।
‘আল রিহলা’ আরবি শব্দ, যার অর্থ হলো ‘যাত্রা’। কাতারের অনন্য স্থাপত্য, আইকনিক নৌকা এবং জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে এই বলের নকশা করা হয়।
আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা
বলা হচ্ছে, আল রিহলা আগের যে কোনো বিশ্বকাপ বলের চেয়ে বাতাসের মধ্যে দ্রুতগতিতে চলে। খেলার মাঠে নির্ভুলতা ও নির্ভরযোগ্যতার সর্বোচ্চ স্তর প্রদান করবে এটি।
সাননিউজ/এমএসএ