স্পোর্টস ডেস্ক: কথায় আছে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। সাকিব মানেই নিত্যনতুন খবরের শিরোনাম। কখনো ব্যাক্তি জীবন আবার কখনো বা পেশাগত জীবন সব সময়ই থাকের সবার আলোচনায়।
নতুন খবর হচ্ছে, বর্তমানে সাকিবের পরিবারের প্রায় সব সদস্যই হাসপাতালে ভর্তি। আর ঠিক এমন সময় দলের সাথে দক্ষিন আফ্রিকার সফরে আছেন তিনি। এমন কঠিন সময়ে দেশে এসে পরিবারের পাশে দাড়ানোর সুযোগ থাকলেও দলের সাথেই থাকছেন এ অলরাউন্ডার।
শোনাও গিয়েছিল সাকিব সোমবার বাংলাদেশ সময় রাতেই ফিরে আসছেন। কিন্তু শেষ মুহূর্তে সাকিব নিজেই সিদ্ধান্ত পাল্টেছেন। দেশে না ফিরে এসে দক্ষিণ আফ্রিকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
আপনজনের অসুস্থতায় তাদের পাশে না থেকে দেশ ও জাতীর জন্য সাকিবের এই ত্যাগের প্রশংসা সবার মুখে মুখে। এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব আমাকে প্রথম ওয়ানডের পরই বলেছিল ওর পরিবারের সবাই অসুস্থ। আমি তাকে বলেছি ও আসতে পারে। পরিবার সবসময়ই গুরুত্বপূর্ণ। তাদের জন্য অবশ্যই যে কোনো সময়ই চলে আসতে পারে। ও বলেছিল দ্বিতীয় ওয়ানডে খেলে আসবে। এরপর বলল আমি এখন আসছি। ওর টিকিটও বুক হয়ে গিয়েছিল। এরপরে কাল বলল তৃতীয় ম্যাচ শেষে আসব। আমাদের তরফ থেকে পুরো গ্রিন সিগন্যাল দেওয়া আছে, যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি।’
তিনি আরও বলেন, ‘সাকিব ইচ্ছে করলে যে কোন সময় আসতে পারে।’ তার শেষ কথা, ‘সাকিব যে এর ভেতরেও খেলছে, সেটা অবশ্যই আমাদের জন্য বিরাট ব্যাপার। ও অনেক বড় স্যাক্রিফাইস করছে।’
সাননিউজ/জেএস