শেরপুর প্রতিনিধি: জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে (বালিকা) হীরার হ্যাট্রিকে নেত্রকোনার বিপক্ষে ৪-০ গোলে দারুন জয় পেয়েছে টাঙ্গাইল দল।
রোববার (২০ মার্চ) শেরপুর ভেন্যুতে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দুই দল। খেলার শুরু থেকেই টাঙ্গাইল জেলার কিশোরীরা ছন্দময় ফুটবল খেলতে থাকে।
আরও পড়ুন: খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না
এতে নেত্রকোনার খেলোয়াড়রা চাপে পড়ে। ২৮ মিনিটের মাথায় টাঙ্গাইলের স্ট্রাইকার হীরা ১ম গোলটি করে। বিরতির পর টাঙ্গাইলের আক্রমণ আরও বেড়ে যায়।
দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিট ও ৫৪ মিনিটে আরও ২ গোল করে হ্যাট্রিক পূর্ণ করে হীরা, টাঙ্গাইল এগিয়ে যায় ৩-০ গোলে। দলের পক্ষে ৫৮ মিনিট অপর গোলটি করে মিডফিল্ডার সুরমা আক্তার।
সাননিউজ/জেএস