স্পোর্টস ডেস্ক: অলরাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং ও স্পিনার মেহেদি হাসান মিরাজের দারুণ বোলিং বাংলাদেশের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান।
ফলে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন সাকিব। অন্যদিকে ম্যাচসেরার পুরষ্কার না পেয়েও ওয়ানডে অধিনায়ক তামিমের কাছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিরাজ।
আরও পড়ুন: দ.আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়
ম্যাচ শেষে মিরাজকে নিয়ে তামিম বলেন, ‘প্রতিটি দলেই মেহেদির মতো একজন থাকা দরকার। চার ওভারে ৪০ রান (মূলত ৩৮ রান) দেয়ার পর সে আমাকে এসে বলেছিল, ‘আমাকে বল দেন আমি ম্যাচ ঘুরিয়ে দেবো। সে আমার কাছে ম্যান অব দ্য ম্যাচ ছিল। এটা সবসময় কাজ করবে না কিন্তু আমি ওর আত্মবিশ্বাসে খুশি।’
পেসারদের নিয়ে তামিম বলেন, ‘এটা আমাদের জন্য বড় বিষয়। আমাদের পেস বোলাররা ভালো করছে এবং আমাদের জন্য ম্যাচ জিতেছে। সর্বশেষ দুবছর ধরে আমাদের পেসাররা দুর্দান্ত বোলিং করছে।’
সাননিউজ/জেএস