স্পোর্টস ডেস্ক:
২০২৩ সালের ফিফা নারী বিশ্বকাপ ফুটবল হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। ভিডিও কনফারেন্সের ভোটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই ঘোষণা দেন।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যুগ্মভাবে এই আসর আয়োজনের আবেদন করে। তাদের প্রতিদ্বন্দ্বি ছিল কলম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।
সদস্য দেশগুলোর ৩৫টি ভোটের মধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড পায় ২২টি এবং কলম্বিয়া পায় ১৩ ভোট।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যেমন প্রথমবারের মতো তেমনি দুটি কনফেডারেশন মিলিয়েও নারী বিশ্বকাপ ফুটবল প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে।
এই প্রথম ৩২টি দল অংশ নেবে যে কোন নারী বিশ্বকাপ আসরে। ২০২৩ সালে হবে নারী বিশ্বকাপের নবম আসর।
নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র এবং রানার্স আপ দল হলো নেদারল্যান্ডস। সবচেয়ে বেশি ৪বার, যুক্তরাষ্ট্র জিতেছে নারী বিশ্বকাপের শিরোপা।
সান নিউজ